kalerkantho

১মক লা ম

লালন উৎসব

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া   

১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০বাউলসম্রাট ফকির লালন শাহের ১২৬তম তিরোধান দিবস পালন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের বার্ষিক লালন উৎসব। এ উপলক্ষে বসবে মেলাও। সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর উৎসবের উদ্বোধন করবেন। এ উপলক্ষে ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে লালন ভক্ত ও অনুসারীরা ছেঁউড়িয়ায় এসে জড়ো হয়েছে। উৎসবকে ঘিরে রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা। স্থানীয় লালন একাডেমি উৎসবের আয়োজন করেছে। প্রসঙ্গত, লালন শাহ ১৮৯০ সালের ১৬ অক্টোবর ছেঁউড়িয়ায় মৃত্যুবরণ করেন। এরপর থেকেই প্রতিবছর পালিত হয়ে আসছে লালন উৎসব।মন্তব্য