kalerkantho


ঘাটাইলে পুকুরে ডুবেমরল চাচা-ভাতিজা

ভালুকা জিয়ানগরে আরো দুজনের অপমৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি   

১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ঘাটাইল উপজেলার ঢালিয়াবাড়ী গ্রামে শুক্রবার বিকেলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। তারা হলো কালিহাতী সদরের হরিপুর গ্রামের প্রবাসী নুরুল ইসলামের ছেলে মমিন (৮) ও ঢালিয়াবাড়ী গ্রামের দিদার হোসেনের মেয়ে আদিনা (৪)। জানা যায়, মমিন তার মায়ের সঙ্গে খালার বাড়ি ঘাটাইলের ঢালিয়াবাড়ী বেড়াতে যায়। শুক্রবার বিকেলে মমিন ও তার খালাতো ভাই দিদারের মেয়ে আদিনা বাড়ির কাছে একটি পুকুরের পাশে খেলছিল। একপর্যায়ে দুজনই পুকুরে পড়ে যায়।

এদিকে ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, লাইনে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বিশু নামের এক শ্রমিক মারা গেছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকেলে ভালুকা উপজেলায়। বিশু শেরপুরের কুসুমহাটি গ্রামের মজিবর রহমানের ছেলে।

পিরোজপুর প্রতিনিধি জানান, জিয়ানগর উপজেলায় বাবার বাড়ির পাশে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে মর্জিনা বেগম নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।মন্তব্য