kalerkantho

কারাদণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

১১ অক্টোবর, ২০১৬ ০০:০০নারায়ণগঞ্জের রূপগঞ্জে মন্টু মিয়া (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইসলাম এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মন্টু মিয়া উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকার জায়েদ আলীর ছেলে। রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খান মোহাম্মদ শহিদুল হক জানান, মন্টু মিয়া মাহনা এলাকায় মাদক ব্যবসা করে আসছে বলে পুলিশের কাছে খবর ছিল। সোমবার দুপুরে মাহনা এলাকায় অভিযান চালিয়ে দুই পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তকে নারায়ণগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।মন্তব্য