kalerkantho


চাঁপাইনবাবগঞ্জে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

১০ অক্টোবর, ২০১৬ ০০:০০চাঁপাইনবাবগঞ্জ সদরে মহানন্দা নদীর স্লুইসগেট এলাকায় মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন আলম আলী নামের এক জেলে। গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে। আলম আলী লক্ষ্মীপুর বাদুরতলা গ্রামের তৈয়ব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী উপপরিচালক (ডিএডি) ওহিদুল ইসলাম জানান, মহানন্দা নদীর স্লুইসগেটের কাছে মাছ ধরার সময় হঠাৎ পা পিছলে পানিতে আলম আলী পড়ে যান।

এ সময় নদীপারের বিলের দিক থেকে আসা প্রচণ্ড স্রোতে তলিয়ে নদীর দিকে চলে যান তিনি। খবর পেয়ে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবরিদল নদীতে তল্লাশি চালায়। তবে বিকেল পর্যন্ত ওই জেলের সন্ধান পাওয়া যায়নি।মন্তব্য