kalerkantho


ফরিদপুরে স্থানীয় সরকার মন্ত্রী

নারীকে ঘরে রেখে উন্নয়ন সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১০ অক্টোবর, ২০১৬ ০০:০০স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। আর এ বিশাল জনগোষ্ঠীকে ঘরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকারের নেতৃত্বে নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে।

গতকাল রবিবার দুপুরে জেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে ফরিদপুর শহরের বদরপুরে স্থানীয় লোকজনের মধ্যে গাভি কেনার জন্য ঋণের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে শিশুদের জন্য যে পরিমাণ দুধ লাগে তার শতকরা ৮০ ভাগ বিদেশ থেকে আমদানি করতে হয়। এ খাতে বিপুল বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়। কিন্তু যদি দেশেই দুধের উৎপাদন বাড়ানো যায়, তাহলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। সরকার সেই লক্ষ্যে কাজ করছে। পরে মন্ত্রী ১২৫ জন গাভি পালনকারীর হাতে এক কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।


মন্তব্য