kalerkantho

শাস্তি দাবি

গাইবান্ধা প্রতিনিধি   

৯ অক্টোবর, ২০১৬ ০০:০০খাদিজা, সীমা, তনু, আফসানাসহ সারা দেশে সংঘটিত সব নারী-শিশু নির্যাতন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শনিবার গাইবান্ধায় মানববন্ধন করা হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। বক্তারা বলেন, ‘ভোগবাদী সংস্কৃতির প্রভাবে অধঃপতিত হচ্ছে মানুষ। বিচারহীনতার সংস্কৃতির ফলেই এসব হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে।’ মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জেলা সভাপতি রোকেয়া খাতুন, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি শামীম আরা মিনা, সাধারণ সম্পাদক পরমানন্দ দাস, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম মিলন প্রমুখ।মন্তব্য