kalerkantho

জাহাজ চালু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   

৭ অক্টোবর, ২০১৬ ০০:০০দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর সেন্ট মার্টিনস-টেকনাফ নৌপথে আবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ২৬৮ জন যাত্রী নিয়ে টেকনাফের দমদমিয়াঘাট থেকে সেন্ট মার্টিনসের উদ্দেশে ছেড়ে যায় ‘কেয়ারী সিন্দবাদ’। বিকেলে যাত্রী নিয়ে আবার টেকনাফ ফিরে আসবে জাহাজটি। এ ছাড়া ঘাটে প্রস্তুত রয়েছে ‘কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন’ ও ‘বে-ক্রুজার’। এসব তথ্য নিশ্চিত করেছেন কেয়ারী ট্যুরস অ্যান্ড সার্ভিস লিমিটেডের কক্সবাজার অফিস ইনচার্জ মো. হুমায়ুন কবির। সংশ্লিষ্ট সূত্র মতে, এ বছরের মে মাস থেকে সেন্ট মার্টিনস-টেকনাফ নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। এ সময় কোনো পর্যটক সেন্ট মার্টিনস ভ্রমণে যেতে পারেনি।


মন্তব্য