kalerkantho


শঙ্খ নদে নৌকাডুবি

দুই ছাত্রী নিখোঁজ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি   

৭ অক্টোবর, ২০১৬ ০০:০০চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে বাঁশখালীতে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে শঙ্খ নদে ইঞ্জিনচালিত নৌকা ডুবে দুই ছাত্রী নিখোঁজ রয়েছে। ২৩ ছাত্রছাত্রীকে জীবিত উদ্ধার করেছে গ্রামবাসী, কোস্ট গার্ড ও নৌবাহিনী। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে গতকাল বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে বলে সূত্র জানায়।

নিখোঁজ ছাত্রীরা হলো আনোয়ারার জুঁইদণ্ডি গ্রামের মো. সিরাজের মেয়ে জান্নাতুল মাওয়া (১২) ও মো. মোস্তফার মেয়ে হানিফা আক্তার (১১)। তারা বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা যাতানুর ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তাদের উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড অভিযান চালাচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ইউএনও কাজী মোহাম্মদ চাহেল তস্তুরী ও বাঁশখালী থানার ওসি। খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছিদ্দিক আবু ও বিএনপি নেতা জাহেদুল ইসলাম জানান, জুঁইদণ্ডি গ্রামের অসংখ্য ছাত্রছাত্রী যাতানুর ফাজিল মাদ্রাসা ও রায়ছটা উচ্চ বিদ্যালয়ে পড়ে। তারা শঙ্খ নদের রায়ছটা-জুঁইদণ্ডি ঘাট হয়ে ইঞ্জিনচালিত নৌকায় করে শিক্ষাপ্রতিষ্ঠানে আসে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে জুঁইদণ্ডি থেকে ছেড়ে আসা নৌকাটি শঙ্খ নদের বাঁশখালী প্রান্তে রায়ছটা এলাকায় এলে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ডুবে যায়। নৌকাটিতে ২৫ জন ছাত্রছাত্রী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। দুর্ঘটনার পরপরই তাদের উদ্ধারে শঙ্খ নদে ঝাঁপিয়ে পড়ে গ্রামবাসী।মন্তব্য