kalerkantho

১ম ক লা ম

অপহরণ

সাতক্ষীরা প্রতিনিধি   

৬ অক্টোবর, ২০১৬ ০০:০০সুন্দরবনে দুটি নৌকাসহ চার জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। মুক্তিপণের দাবিতে বনদস্যু নওয়া বাহিনী গত মঙ্গলবার গভীর রাতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চালতেবাড়িয়া খাল থেকে তাদের অপহরণ করে। অপহৃত জেলেদের মধ্যে দবির গাজীর ছেলে তরিকুল ইসলাম (৪৩) ও মুন্সীগঞ্জ গ্রামীণফোন টাওয়ার এলাকার ছদর আলীর ছেলে কুববত আলীর (৪১) নাম জানা গেছে। ঘটনাস্থল থেকে ফিরে আসা জেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের জুলফিকার মল্লিক জানান, গত মঙ্গলবার গভীর রাতে চালতেবাড়িয়া খাল এলাকায় বনদস্যু নওয়া বাহিনীর সদস্যরা তাদের ঘিরে ধরে। এ সময় অস্ত্রের মুখে তাদের নৌকা থেকে তরিকুল, কুববত ও আরো দুজনকে দুটি নৌকাসহ নিয়ে যায়। গতকাল বুধবার দুপুরে তিনি বিষয়টি সুন্দরবনের কদমতলা স্টেশনে জানিয়েছেন।মন্তব্য