kalerkantho


টাঙ্গাইলে পাইপ ভেঙে সাত ঘণ্টা গ্যাস বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি   

৬ অক্টোবর, ২০১৬ ০০:০০টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুংলী নদীতে গ্যাস সরবরাহের পাইপলাইন ভেঙে প্রায় সাত ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এতে পুরো জেলার গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। গ্যাসের জন্য সিএনজি স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে গাড়িচালকদের। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।

মোফাজ্জল হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সকাল ৬টার দিকে নদীর উত্তর পাশে পানিতে বুদ্বুদ হতে থাকে। ৭টার দিকে বিকট শব্দ হয়ে পানি প্রায় ১৫ থেকে ২০ ফুট উঁচুতে উঠে যায়। এ সময় গ্যাসের পাইপলাইন পানির ওপরে উঠে যায়। তারপর ধীরে ধীরে পাইপ ফের পানির নিচে নেমে যায়। তিতাস গ্যাসের জোনাল বিপণন অফিস টাঙ্গাইলের সহ-ব্যবস্থাপক খন্দকার মুনজুর রহমান জানান, সকাল ৮টার দিকে হঠাৎ পুংলী নদীতে গ্যাসের ২০ ইঞ্চি পাইপলাইন ভেঙে যায় এবং গ্যাস উদিগরণ হতে থাকে। খবর পেয়ে অপারেশন শাখা এলেঙ্গা সাবস্টেশন থেকে সকাল ৯টার দিকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।মন্তব্য