kalerkantho


শিক্ষকের ওপর হামলা

প্রতিবাদে অবরোধ বিক্ষোভ

মেহেরপুর প্রতিনিধি   

৬ অক্টোবর, ২০১৬ ০০:০০মেহেরপুর মুজিবনগর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোরাদ হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার কলেজের জমিসংক্রান্ত একটি মামলার বিবাদীর আইনজীবী ও তাঁর লোকজন হামলার এ ঘটনা ঘটায়। প্রতিবাদে বিভিন্ন স্থানে গতকাল সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। মুজিবনগর সরকারি কলেজের সামনে মেহেরপুর-মুজিবনগর মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষকের ওপর হামলার ঘটনায় বুধবার দুপুরে রাশেদুল ইসলাম ও আসাদুল ইসলাম নামের দুজনকে আটক করেছে মেহেরপুর সদর থানার পুলিশ।

মানববন্ধনে বক্তব্য দেন, মুজিবনগর সরকারি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার রায়, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম সোলাইমান আলী, উপাধ্যক্ষ আসাফ উদ দৌলা, সংগঠনের সদস্য আলিম উদ্দিন শেখ, ইসমাইল হোসেন, কাউসার আলী, কামাল উদ্দিন প্রমুখ।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে মোরাদ হোসেন মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে পৌঁছলে কলেজের জমিসংক্রান্ত একটি মামলার আইনজীবী অ্যাডভোকেট শাহীনুর রহমান লোকজন নিয়ে তাঁর ওপর হামলা চালান।মন্তব্য