kalerkantho

উৎসব

নওগাঁ প্রতিনিধি   

২ অক্টোবর, ২০১৬ ০০:০০নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আবৃত্তি পরিষদ নওগাঁর (আপন) ২৯ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার রাতে শহরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, আবৃত্তি আলেখ্য ও নাটক মঞ্চস্থ হয়। আপনের সভাপতি ডা. ময়নুল হক দুলদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ড. শাবিন শাহরিয়ার, আপনের সাবেক সভাপতি মো. শরিফুল ইসলাম খান ও তৌহিদ আহমদ, সাধারণ সম্পাদক কঙ্কন মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে জেলার ১৬ জন কবির লেখা মোট ২০টি কবিতার সমন্ব্বয়ে ‘কবি ও কবিতায় স্বীয়জন ভাব অনুভবে আপন’ শিরোনামে আবৃত্তি আলেখ্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘জিনের বাদশা’ গল্প অবলম্বনে ‘আল্লারাখা’ নাটক মঞ্চস্থ হয়। এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন আবৃত্তি সমন্ব্বয় পরিষদ রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফ আহম্মেদ বিন্টু।মন্তব্য