kalerkantho

যুবকের লাশ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ব্রাহ্মণখালী এলাকায় ৩০০ ফুট সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে ভোলাব তদন্তকেন্দ্রের ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, সকালে ব্রাহ্মণখালী এলাকায় ৩০০ ফুট সড়কের পাশে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। কিভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এলে প্রকৃত ঘটনা বলা যাবে।মন্তব্য