kalerkantho


ছয়টি সৃজনশীল প্রশ্ন দাবি

আন্দোলনকারীদের পুলিশের ধাওয়া

প্রিয় দেশ ডেস্ক   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০রাজশাহী, দিনাজপুর ও গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার সৃজনশীল পদ্ধতিতে ছয়টি প্রশ্ন বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে। একই দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে পুলিশ ধাওয়া করেছে। শিক্ষা মন্ত্রণালয় বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) থেকে ১০ নম্বর কমিয়ে সাতটি সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠান খবর :

চট্টগ্রাম : নগরের জিইসির মোড়ে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সড়ক অবরোধ করেছে কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধের কারণে নগরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, কলেজিয়েট ও নাসিরাবাদসহ বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা জিইসি মোড়ে জড়ো হয়। তারা বিক্ষোভ মিছিল করে। ওই এলাকায় ফ্লাইওভার নির্মাণকাজের কারণে এমনিতে যানজট তৈরি হয়। এরই মধ্যে শিক্ষার্থীরা অবরোধ শুরু করলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়। এতে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হয়। তখন শিক্ষার্থীদের সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। তারা স্বেচ্ছায় সরতে রাজি হয়নি। পরে বাঁশি বাজিয়ে মৃদু ধাওয়া দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা সরে যায়।

রাজশাহী : নগরীর বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীরা এসে জিরো পয়েন্টে জড়ো হয়। তারা মানববন্ধন করে। পরে পরীক্ষার্থীরা মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর একই স্থানে এসে বিক্ষোভ করে।

এ সময় শিক্ষার্থীরা বলে, এসএসসির প্রি-টেস্টের আগেও তাদের জানানো হয়নি সাতটি প্রশ্নের কথা। পরীক্ষার মাত্র কিছুদিন আগে এ সিদ্ধান্ত জানানো হচ্ছে। এতে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে।

শিক্ষার্থীরা অভিযোগ করে, ‘এর আগে আন্দোলনে যেসব শিক্ষার্থী অংশ নিয়েছে, তাদের সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা বাধা দিয়েছেন। শিক্ষার্থীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।’

দিনাজপুর : জেলা প্রেস ক্লাবের সামনে গতকাল সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে শহরে বিক্ষোভ মিছিল বের করে তারা।

এক শিক্ষার্থী বলে, ‘দুই ঘণ্টা দশ মিনিটে ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখে শেষ করা যায় না। ওই সময়ে সাতটি লিখব কিভাবে?’

গাইবান্ধা : শহরের ১ নম্বর ট্রাফিক মোড়ে মানববন্ধন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা।

সংগঠনটির জেলা সভাপতি শামীম আরা মিনার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক পরমান্দ দাস, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম মিলন প্রমুখ।

বক্তারা বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ফি নেওয়া বন্ধ, প্রশ্নপত্রে আগের নিয়ম বহাল, শিক্ষাক্ষেত্রে ব্যয় বৃদ্ধি ও অনিয়ম-দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।


মন্তব্য