kalerkantho

মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশ মাইল থেকে নলাম পর্যন্ত অংশটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের সড়কে এ মানববন্ধন করে তারা। এ সময় বক্তারা বলেন, সড়ক ও জনপদ (সওজ) বিভাগের অধীনে এ রাস্তাটি গত বছর বর্ষা মৌসুমে নামকাওয়াস্তে সংস্কার করা হয়েছিল। কিন্তু রাস্তাটি আবারও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ছোট-বড় গর্ত থাকার কারণে প্রায় প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাসহ এলাকাবাসী। সেই সঙ্গে সন্ধ্যার পর এই রাস্তায় যাতায়াত একেবারেই কঠিন হয়ে পড়ে। সড়কে কোনো ল্যাম্পপোস্ট না থাকায় রাতে ভোগান্তির অন্ত থাকে না। প্রয়োজনের তুলনায় রাস্তাটি যথেষ্ট প্রশস্তও নয় বলেও অভিযোগ বক্তাদের। এ সময় সড়কটি দ্রুত সম্প্র্রসারণসহ সংস্কার ও ল্যাম্পপোস্ট স্থাপনের দাবি জানান তাঁরা।মন্তব্য