kalerkantho


টাম্পাকো ট্র্যাজেডি

বিধ্বস্ত ভবনের নিচ থেকে দেহাবশেষ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানার বিধ্বস্ত ভবনের নিচ থেকে গতকাল বুধবার দেহাবশেষ (লাশের খণ্ড) উদ্ধার করা হয়েছে।  গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, ছয়তলা ভবনের ধ্বংসাবশেষ সরানোর সময় নিচতলার মেশিন রুমে চাপা পড়া অবস্থায় ওই দেহাবশেষ পাওয়া যায়।

টাম্পাকোর ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) সুমন ভক্ত জানান, গত রবিবার যে স্থান থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছিল, দেহাবশেষটি সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এটি আগে উদ্ধার হওয়া লাশের অংশ কি না তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। এ জন্য এটি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। সরকারি হিসাবে গত ১০ সেপ্টেম্বরের ওই ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।

বিএনপির সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের মালিকানাধীন টঙ্গীর বিসিক নগরের টাম্পাকো ফয়েলস কারখানায় ১০ সেপ্টেম্বর ভোরে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এতে এ পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩২ জনের পরিচয় পাওয়া গেছে। সাতজনের লাশ অজ্ঞাতপরিচয় হিসেবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের হিমঘরে রাখা আছে।মন্তব্য