kalerkantho


বুনো হাতির হামলায় গৃহবধূ নিহত

শেরপুর প্রতিনিধি   

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০শেরপুরের ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া এলাকার পানবর গ্রামে বন্য হাতির আক্রমণে এবার টিবিরন বেওয়া (৬০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী। এর আগে গত শুক্রবার রাতে বন্য হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছিলেন। এতে করে সীমান্ত জনপদে বসবাসকারী অধিবাসীদের মধ্যে হাতি আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে বন বিভাগের তাওয়াকুচা বিট অফিসার মো. আশরাফুল আলম জানান, গত সোমবার সন্ধ্যায় পাহাড় থেকে ২৫-৩০টি বন্য হাতি পশ্চিম বাকাকুড়া এলাকার লোকালয়ে নেমে আসে। এ সময় স্থানীয় লোকজন হাতিদের ধাওয়া দিলে নিজ বসতভিটায় দাঁড়িয়ে থাকা টিবিরন বেওয়াকে একটি হাতি এসে শুঁড় পেঁচিয়ে গাছের সঙ্গে আছাড় দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান গৃহবধূ নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।মন্তব্য