kalerkantho

১ম ক লা ম

বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হোল্ডিং ট্যাক্স বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ‘অযৌক্তিক পৌর ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটি’র উদ্যোগে গতকাল বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুড অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পৌরসভার মুক্ত মঞ্চে সমাবেশে মিলিত হয়। প্রতিরোধ কমিটির আহ্বায়ক সৈয়দ আহম্মদ বাদশার সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা একরামুল হক, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও পৌরসভার সাবেক কাউন্সিলর শানেওয়াজ খান সিনা। বক্তারা হোল্ডিং ট্যাক্স বাড়ানোকে অযৌক্তিক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান।মন্তব্য