kalerkantho


সড়কে ঝরল চার প্রাণ

প্রিয় দেশ ডেস্ক   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। অন্যদিকে হবিগঞ্জে ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন ভ্যানের চালক। প্রতিনিধিদের পাঠানো খবরে :

গোপালগঞ্জ : মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কদমপুর ও সদর উপজেলার চরগোবরা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নড়াইল থেকে ঢাকাগামী খানজাহান আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মুকসুদপুরের কদমপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ভেতর ঢুকে পড়ে। এতে বাড়িটির লোকজনের কোনো ক্ষতি না হলেও ঘটনাস্থলেই বাসের হেলপার রিপনসহ অজ্ঞাতপরিচয় এক যাত্রী মারা যান। আহত হয় কমপক্ষে ১৫ জন। অন্যদিকে একই মহসড়কের চর গোবরা মোল্লাহাট ব্রিজের টোলপ্লাজার সামনে বাসের ধাক্কায় শাহনেওয়াজ শেখ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

হবিগঞ্জ : সদর উপজেলার ভাদৈ এলাকায় ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভ্যানের চালক জালাল মিয়া নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।মন্তব্য