kalerkantho

মা সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল মঙ্গলবার গাজীপুরের সব প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সকালে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. ইফতেখার আহমেদ চৌধুরী। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, আওয়ামী লীগ নেতা আবদুল হাদি শামীম, পুলিশের বিশেষ শাখার ওসি মোমিনুল ইসলাম প্রমুখ।


মন্তব্য