kalerkantho

শোকজ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সময়মতো হাজির না থাকায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ১০ চিকিৎসককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হচ্ছে। সাপ্তাহিক ছুটি শেষে আজ রবিবার এ নোটিশ দেওয়া হতে পারে। জানা যায়, ফরিদপুরের সিভিল সার্জন গতকাল শনিবার সকাল সোয়া ৮টার দিকে ওই স্বাস্থ্যকেন্দ্রে আকস্মিক পরিদর্শনে গিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ১০ চিকিৎসকের কাউকে পাননি। শুধু তৃতীয় ও চতুর্থ শ্রেণির তিন কর্মচারী তখন উপস্থিত ছিলেন। সময়মতো কোনো চিকিৎসককে উপস্থিত দেখতে না পেয়ে সিভিল সার্জন হাজিরা খাতায় অনুপস্থিত লিখে স্বাক্ষর করে তাঁদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা বলেছেন। এ ব্যাপারে জানতে চাইলে গতকাল বিকেলে সিভিল সার্জন ডা. অরুণ কান্তি বিশ্বাস বলেন, ‘প্রতিদিন সকাল ৮টা থেকে তাঁদের কর্মস্থল স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত থাকার কথা। কিন্তু আমি সেখানে কোনো চিকিৎসককে উপস্থিত পাইনি।’


মন্তব্য