kalerkantho

মেলা শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি   

২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সুনামগঞ্জে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনের কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন-অর-রশীদ। মেলায় ৩০টি স্টলে বিভিন্ন ধরনের কৃষিপ্রযুক্তির যন্ত্রপাতিসহ কৃষি উপকরণের জিনিস প্রদর্শন করা হচ্ছে। আগামী ৪ সেপ্টেম্বর শেষ হবে এই মেলা।মন্তব্য