kalerkantho

মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে জয়পুরহাটে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে সদরের মঙ্গলবাড়ী থেকে কালাইয়ের বাঁশের ব্রিজ মহাসড়ক পর্যন্ত ৪৮ কিলোমিটার এবং আক্কেলপুরের তিলকপুর থেকে পাঁচবিবির ভীমপুর মহাসড়ক পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকায় এ মানববন্ধন করা হয়। ‘তৃণমূল জনপ্রতিনিধির ব্যানারে’ স্থানীয় আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জেলার ৫০টি স্কুল-মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার ১০ সহস্রাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের কাছে মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী, গোলাম হক্কানী, মোমিন আহম্মেদ চৌধুরী, মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাহিদুল আলম বেনু, সদস্যসচিব আহসান কবির, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম প্রমুখ।মন্তব্য