kalerkantho

আলোচনা সভা

বাকৃবি প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান বলেছেন, ‘বঙ্গবন্ধু সব সময় কৃষক ও কৃষির সম্প্রসারণ নিয়ে চিন্তা করতেন। তিনি সব সময় বাংলা ও বাঙালির কথা বলতেন। কৃষক ও বাঙালির মুক্তির জন্যই তিনি সারা জীবন আন্দোলন করে গেছেন।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুননেসা মুজিব স্মরণে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে সভাটি অনুষ্ঠিত হয়। কৃষিবিদ আতিকুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন এবং শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস। সভায় প্রধান বক্তা ছিলেন বাকৃবি শাখা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা আলমগীর হোসেন, শহীদ সোহরাওয়ার্দী হলের হাউস টিউটর, বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মন্তব্য