kalerkantho


সাংবাদিক গুলিবিদ্ধ

ভোলায় কনস্টেবল প্রত্যাহার, আজ মানববন্ধন

ভোলা প্রতিনিধি   

৩ এপ্রিল, ২০১৬ ০০:০০  ভোলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্রে সাংবাদিক আফজাল হোসেনকে গুলি করার ঘটনায় পুলিশ কনস্টেবল জুলহাসকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান প্রত্যাহারের খবর নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, সাংবাদিককে গুলি ছোড়ার ঘটনায় অভিযুক্ত কনস্টেবল জুলহাসের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসপি সার্কেলকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও এটিএন বাংলার ভোলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন জানান, আফজালকে গুলি করার প্রতিবাদে আজ রবিবার সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হবে।

গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ২ নম্বর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হন এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল।মন্তব্য