kalerkantho

সংবর্ধনা

বাঞ্ছারামপুর প্রতিনিধি   

২৭ মার্চ, ২০১৬ ০০:০০স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৪৫০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে গতকাল শনিবার সকালে স্থানীয় ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরে খাজা আলামীন, বাঞ্ছারামপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবদুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এম এ আউয়াল, উপজেলা ভাইস চেয়ারম্যান জলী আমির প্রমুখ বক্তব্য দেন।মন্তব্য