kalerkantho

কালো ব্যাজ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৭ মার্চ, ২০১৬ ০০:০০ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা কক্ষে ভাঙচুরের ঘটনায় আগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহান স্বাধীনতা দিবসে গতকাল শনিবার সকালে ক্যাম্পাসে শোভাযাত্রা হয়েছে। ওই ধর্মাবলম্বীর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ পরে ও মাথায় কালো কাপড় বেঁধে এতে অংশ নেয়। শেষে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে পুষ্পমাল্য দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শহিনুর রহমান। পরে শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদ, হল, কর্মকর্তা-কর্মচারী সমিতি, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, প্রেসক্লাব, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে

ফুল দেওয়া হয়। প্রসঙ্গত, ২৩ মার্চ ইবি ছাত্রলীগের সহসম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাতের কর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা কক্ষে ভাঙচুর করে।মন্তব্য