kalerkantho


দত্তনগর বীজ উৎপাদন খামার

জমির রোগাক্রান্ত গম পুড়িয়ে ধ্বংস

ঝিনাইদহ প্রতিনিধি   

২৫ মার্চ, ২০১৬ ০০:০০‘হেড ব্লাস্ট’-এ আক্রান্ত ঝিনাইদহের মহেশপুরের দত্তনগর সরকারি বীজ উৎপাদন খামারের ৩৫৭ একর জমির গম আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশাফুর রহমানের উপস্থিতিতে খামারের ১৮টি স্পটে গমক্ষেতে আগুনে দেওয়া হয়।

এ সময় বিএডিসির মহাব্যবস্থাপক (বীজ) আমিনুল ইসলাম, অতিরিক্ত মহাব্যবস্থাপক (খামার) মুজিবুর রহমান, যুগ্ম পরিচালক (বীজ পরীক্ষা) আশুতোষ লাহুড়ি, প্রকল্প পরিচালক বিপন কুমার মণ্ডল, প্রকল্প পরিচালক (ঢাকা) প্রদীপ চন্দ্র দে, অতিরিক্ত পরিচালক (মাঠ প্রশাসন) মেহের আলীসহ কৃষি বিভাগের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মন্তব্য