kalerkantho


নরসিংদীতে পাঁচ বিশিষ্টজন পেলেন নরসিংহ পদক

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী   

২২ মার্চ, ২০১৬ ০০:০০নরসিংদীতে পাঁচ বিশিষ্টজনকে নরসিংহ পদক দেওয়া হয়েছে। গত শনিবার বিকেলে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে পাঁচদোনায় ড্রিম হলিডে পার্কে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে এই পদক তুলে দেওয়া হয়।

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হীরু, শিক্ষা উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে শিল্প মন্ত্রণালয়ের সচিব মোশাররফ হোসেন ভূঞা, সমাজ সংস্কারে থার্মেক্স গ্রুপ ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা এবং সুর ও সংগীতে বিশিষ্ট সংগীত সাধক ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীকে নরসিংহ পদক দেওয়া হয়।

চেম্বারের সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হীরু। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আমেনা বেগম, মঞ্জুর এলাহী, কামরুজ্জামান কামরুল, মোশাররফ হোসেন প্রধান মানিক, প্রবীর কুমার সাহা ও হেলাল উদ্দিন।মন্তব্য