kalerkantho


শিশুর পেটে ছুরি

নান্দাইলে গ্রেপ্তার ২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি   

২১ মার্চ, ২০১৬ ০০:০০নান্দাইলে সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধের জেরে বিথী নামে ১৭ মাস বয়সী এক শিশুর পেটে ছুরিকাঘাতের ঘটনায় দুই কিশোরকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলো, শাহাদত হোসেন সৌরভ ও মো. জহিরুল ইসলাম। রবিবার সকালে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নান্দাইল পৌর এলাকার দশালিয়ার মো. দ্বীন ইসলাম ওরফে ধীরুর সঙ্গে ৯ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার ফুফাতো ভাই শাহজাহানের বিরোধ চলছিল। গত ১৩ মার্চ দক্ষিণ চণ্ডীপাশার ওই জমিতে একটি চালা ঘর তৈরি করেন দ্বীন ইসলাম। পরে ঘরটি ভেঙে ফেলে শাহজাহানের লোকজন। এ ঘটনার প্রতিবাদ জানালে শাহজাহান ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে দ্বীন ইসলামকে হত্যার চেষ্টা চালায়। কিন্তু তিনি পালিয়ে গেলে শিশু বিথীর পেটে ছুরিকাঘাত করে শাহজাহান। প্রায় আড়াই ফুট লম্বা ধারালো ছুরি বিথীর পেটে ঢুকে পিঠ দিয়ে বের হয়।মন্তব্য