kalerkantho

নাট্যোৎসব

পঞ্চগড় প্রতিনিধি   

১৯ মার্চ, ২০১৬ ০০:০০পঞ্চগড়ে আজ শনিবার থেকে দ্বিতীয়বারের মতো ১০ দিনের নাট্যোৎসব শুরু হচ্ছে। ‘নাটকের আনন্দে কহে প্রান্তজন, নাটক হোক উন্নয়নের বাহন’ শীর্ষক স্লোগানে স্থানীয় নাট্য সংগঠন ‘ভূমিজ’ এ উৎসবের আয়োজন করেছে। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি এতে সহযোগিতা করছে। আয়োজক সূত্রে জানা যায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসবের উদ্বোধন করবেন। উৎসবে স্থানীয় দুটিসহ দেশের ৯টি নাট্য সংগঠন অংশ নিচ্ছে। সংগঠনগুলো হলো ঢাকার কিচ্ছাকাহিনী ও শব্দ নাট্যচর্চা কেন্দ্র, রংপুর নাট্যকেন্দ্র, কুড়িগ্রামের প্রচ্ছদ, দিনাজপুরের নাট্য সমিতি, আমাদের থিয়েটার ও শিল্পনাট, পঞ্চগড়ের জেলা নাট্য সমিতি ও ভূমিজ। জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে নাটক মঞ্চস্থ হবে। এ ছাড়া উৎসব চলাকালে ২০ মার্চ নাটকের ইতিহাস ও ক্রমবিবর্তনের গতি-প্রকৃতি বিষয়ে সেমিনার এবং ২৫ মার্চ ‘প্রত্ন নগরী ভিতরগড় ও ইকো পর্যটনের সম্ভাবনা’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনার দুটিতে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শাহমান মৈশান এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) অধ্যাপক প্রত্নতত্ত্ববিদ ড. শাহনাজ হুসনে জাহান মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এর আগে উদ্বোধনী দিনে বিকেলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এবং ভূমিজের পরিবেশনায় ‘পাখিদের বৈঠক’ নাটক মঞ্চস্থ হবে। দর্শক ও নাট্যপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হবে বলে আশা করছেন উৎসবের আহ্বায়ক ও জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলাম।মন্তব্য