kalerkantho


শিবচরে দুই বাসে আগুন

মাদারীপুর প্রতিনিধি   

১৯ মার্চ, ২০১৬ ০০:০০মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ফেরিঘাটের বাস টার্মিনালে গত বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেলেও অন্য বাসের আংশিক ক্ষতি হয়েছে। মালিক-শ্রমিকরা এ ঘটনাকে নাশকতা দাবি করে শঙ্কার কথা জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কাওড়াকান্দি ফেরিঘাটের বাস টার্মিনালে রাখা বি এম এফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় হেলপার রুবেল বাসের ভেতর ঘুমাচ্ছিল। আগুনের তাপে তার ঘুম ভেঙে গেলে সে স্থানীয়দের ডেকে নেয়। পরে খবর দিলে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।

এ ব্যাপারে শিবচরের কাওড়াকান্দি পুলিশ বুথের এসআই নজরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে। শিবচর ফায়ার সার্ভিসের কর্মকর্তা এলামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মন্তব্য