kalerkantho


দুই ভাইয়ের ঝগড়ায় ভাতিজার পেটে ছুরিকাঘাত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৫ মার্চ, ২০১৬ ০০:০০ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে ঝগড়া হয়। এতে এক ভাইয়ের ছেলে অন্য ভাইয়ের এক ছেলেকে পেটে ছুরিকাঘাত করলে তার নাড়িভুঁড়ি বের হয়ে আসে। গতকাল সোমবার চামারুল্লাহ গ্রামে ঘটে এ ঘটনা। আহত সুজন মিয়াকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠনো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চামারুল্লাহ গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক আব্দুল হেকিমের সঙ্গে তাঁর বড় ভাই আব্দুল হামিদের বাড়ির পাশের আড়াই শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে গতকাল দুপুরে উভয় পক্ষের মধ্যে ঝগড়া হয়। পরে ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আব্দুল হেকিম ও তাঁর ভাতিজা সুমন মিয়া আহত হন। হেকিম আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাঁর ছেলে জহুরুল ইসলাম (১৯) ক্ষিপ্ত হয়ে ধারালো একটি ছুরি দিয়ে চাচা আব্দুল হামিদের ছেলে সুমনের পেটে আঘাত করে। এতে সুমনের নাড়িভুঁড়ি বের হয়ে আসে। নান্দাইল থানার ওসি মো. আতাউর রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।মন্তব্য