kalerkantho

দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১১ মার্চ, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জে ভাষাসৈনিক নাগিনা জোহার আত্মার মাগফিরাত কামনা করে পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালের সামনে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমা নাগিনা জোহা নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমানের মা। সেই সঙ্গে নাগিনা জোহা হলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরণোত্তর) প্রখ্যাত ভাষাসৈনিক প্রয়াত এ কে এম শামসুজ্জোহার স্ত্রী। মিলাদ মাহফিলে অংশ নেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ছরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম, নারায়ণগঞ্জ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট এম ওয়াজেদ আলী খোকন ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য