kalerkantho

উচ্ছেদ

নাটোর প্রতিনিধি   

১১ মার্চ, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাটোরের তেবাড়িয়া হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহম্মদ নায়িরুজ্জামান খানের নেতৃত্বে সদর থানা পুলিশ এ অভিযান চালায়। এ ব্যাপারে ইউএনও নায়িরুজ্জামান খান জানান, তেবাড়িয়া হাটে ব্যবসার পরিবেশ নষ্ট করার মতো বেশ কিছু অবৈধ স্থাপনা রয়েছে। এসব স্থাপনা সরিয়ে নিতে মালিকদের ইতিপূর্বে বেশ কয়েক দফা নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু অবৈধ দখলকারীরা তাদের স্থাপনাগুলো সরিয়ে নেয়নি। সে কারণে বৃহস্পতিবার থেকে ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হয়েছে। পরিষ্কার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।

মন্তব্য