kalerkantho


সড়ক দুর্ঘটনায় তিন শিশুসহ নিহত ৮

প্রিয় দেশ ডেস্ক   

১১ মার্চ, ২০১৬ ০০:০০সাত জেলায় সড়ক দুর্ঘটনায় তিন শিশুসহ আটজন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে পাঁচজন।

কিশোরগঞ্জ : করিমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় শারমিন আক্তার নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার কিশোরগঞ্জ-চামড়াবন্দর সড়কের শিমুলতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। শারমিন স্থানীয় বাদেশ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। এদিকে ওই ঘটনায় উত্তেজিত জনতা সড়কটি অবরোধ করে। এ সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিল করে। অবরোধের কারণে ওই সড়কে ঘণ্টাখানেক যানবাহন চলাচল বন্ধ ছিল।

চকরিয়া (কক্সবাজার) : পেকুয়া উপজেলায় নছিমনের চাপায় হুরে জান্নাত হুরি নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বরইতলী-মগনামা সড়কের কাটাফাঁড়ি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। হুরে জান্নাত উপজেলার মটকাভাঙ্গা এলাকার মকছুদ আহমদের মেয়ে।

হবিগঞ্জ : বাহুবল উপজেলার সীমান্তবর্তী মুচাই পয়েন্টে গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী সুজাত মিয়া নিহত হয়েছেন। এ সময় তাঁর ছোট ভাই জাবেদ মিয়া গুরুতর আহত হয়। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজশাহী : রাজশাহী নগরীর শাহ মখদুম বিমানবন্দরের সামনে বৃহস্পতিবার দুপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। তাঁর নাম পলাশ হোসেন (২২)। তিনি দুর্গাপুর উপজেলার তেবাড়িয়া এলাকার আব্দুল লতিফের ছেলে।

সাতক্ষীরা : ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে রায়হান (৭) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দেবহাটা উপজেলার সন্ন্যাসীচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রায়হান উপজেলার সখীপুর কাজী আলাউদ্দীন ডিগ্রি কলেজের প্রভাষক ও সন্ন্যাসীরচর গ্রামের আশরাফুজ্জামানের ছেলে।

দিনাজপুর : বোচাগঞ্জ উপজেলায় খড়িবোঝাই ট্রাক্টর ও রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গত বুধবার রাতে বোচাগঞ্জ-পীরগঞ্জ অভ্যন্তরীণ সড়কের ভাঙ্গা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভ্যানের চালক স্বপন ও যাত্রী উজির আলী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে।

হাওরাঞ্চল : নেত্রকোনার মোহনগঞ্জ-গাগলাজুর সড়কের মামুদপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী অটোবাইক উল্টে একজন নিহত, শিশুসহ চারজন আহত হয়েছে। নিহত সুশেন দাস উপজেলার হানবীর গ্রামের মৃত মোহন দাসের ছেলে। আহতরা হলো জিহাদ (৩), শোভা আক্তার, নুরুল ইসলাম ও শিরিন আক্তার। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ অটোবাইকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।মন্তব্য