kalerkantho

সংবর্ধনা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

৯ মার্চ, ২০১৬ ০০:০০আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ১৪৮ নারী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে তারাব পৌরসভার রূপসী শহীদ বকুল গোলচত্বর এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তারাবোর পৌর মেয়র মিসেস হাসিনা গাজী। এ সময় নজরুল ইসলাম, জেড এম আনোয়ার হোসেন, তাজুল ইসলাম, নিগার সুলতানা, শেখ মোস্তফা আলী, আমিনুল ইসলাম, রিফ্ফাত জাহান রেশমা, জাকির হোসেন, বি এম আতিকুর রহমান, মফিজুল ইসলাম, রফিকুল ইসলাম মনির, আসমা বেগম, লায়লা পারভীন, জোসনা বেগমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ১০৪ শিক্ষার্থীসহ দুস্থ ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তারাবো পৌরসভা ও গাজী গ্রুপ যৌথভাবে এ সংবর্ধনা দিয়েছে।মন্তব্য