kalerkantho


ট্রাকচাপায় প্রাণ গেল হেলপারের

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

৯ মার্চ, ২০১৬ ০০:০০নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের চাপায় মিন্টু মিয়া নামের অন্য একটি ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার তারাব দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ মিন্টুর লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম মাহবুবুল আলম জানান, সকালে তারাব দক্ষিণপাড়া শবনব অয়েল মিলের নিজস্ব স্ট্যান্ডে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় অন্য একটি ট্রাক দিয়ে বিকল ট্রাকটিকে ধাক্কা দেওয়ার সময় চাপা পড়ে ঘটনাস্থলেই হেলপার মিন্টু মিয়া মারা যায়। ঘটনার পর ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি আটক করা হয়েছে।মন্তব্য