নানা কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের তৃতীয় বার্ষিকী পালিত হয়েছে। গতকাল রবিবার সকালে বন্দর উপজেলার চৌধুরীবাড়ী এলাকায় ত্বকীর কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন তার স্বজন ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যরা।
এ সময় ত্বকীর কবরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। তাদের মধ্যে আছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, কমিউনিস্ট পার্টি, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় আরো উপস্থিত ছিলেন ত্বকীর বাবা সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী, চাচা কথাসাহিত্যিক ওয়াহিদ রেজা, হাফিজুল ইসলাম, জিয়াউল ইসলাম কাজল, ধীমান সাহা জুয়েল, জাহিদুল হক দিপু, তরিকুল সুজন, পিন্টু সাহা, অঞ্জন দাস, আরিফ বুলবুল, মাঈনউদ্দিন মানিক প্রমুখ।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের