kalerkantho


সেই শিশুর পরিচয় মিলেছে

‘স্ত্রীকে ফাঁসাতে ছেলেকে হত্যা’

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি   

৭ মার্চ, ২০১৬ ০০:০০ময়মনসিংহের নান্দাইলে এক সপ্তাহ আগে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। ওই শিশুর লাশের সঙ্গে থাকা একটি চিরকুটের সূত্র ধরে পুলিশ তার বাবা রফিকুল ইসলাম, সত্মা রহিমা বেগম ও দুলাল ড্রাইভারকে আটক করেছে।

এদিকে পুলিশের কাছে আটক নিহতের বাবা অকপটে স্বীকার করেন, তিনি নিজ হাতে সন্তানকে নির্মমভাবে হত্যা করে দ্বিতীয় স্ত্রী রহিমাকে ফাঁসাতে চেয়েছিলেন। নিহত মো. রবিন মিয়া (১১) স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

ময়মনসিংহ গোয়েন্দা বিভাগের (ডিবি) ইন্সপেক্টর ইমারত হোসেন গাজী জানান, গতকাল রবিবার বাবা, সত্মাসহ আটক তিনজনকে ময়মনসিংহ আদালতে হাজির করা হয়। আদালতে তার বাবা সন্তানকে হত্যার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, শিশুর মরদেহ উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া যায়। তাতে পাঁচটি মোবাইল নম্বর ও দুজন নারী-পুরুষের নাম লেখা ছিল। এর সূত্র ধরে প্রথমে শিশুটির সত্মা ও তাঁর পরিচিত দুলাল ড্রাইভারকে আটক করা হয়।মন্তব্য