kalerkantho


ময়মনসিংহে বগি লাইনচ্যুত, রেল চলাচলে বিঘ্ন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

৭ মার্চ, ২০১৬ ০০:০০কেওয়াটখালীতে ময়মনসিংহ থেকে ভৈরবগামী ঈশা খাঁ মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় তিনটি রেলপথে প্রায় দুই ঘণ্টা চলাচল ব্যাহত হয়। গতকাল রবিবার দুপুরে ময়মনসিংহ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে দুর্ঘটনার পর উদ্ধারকাজ শেষে দুপুর ২টার দিকে এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে ছেড়ে গিয়ে কেওয়াটখালী পৌঁছলে ইঞ্জিনের পেছনের বগিটি লাইনচ্যুত হয়। তত্ক্ষণাৎ চালক ট্রেন থামিয়ে ফেলেন। এতে কোনো যাত্রী আহত হয়নি। দুর্ঘটনার পর এ রেলপথ দিয়ে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-মোহনগঞ্জ ও ময়মনসিংহ-জারিয়া রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পাশের কেওয়াটখালী লোকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে।

রেলওয়ের ট্রাফিক পরিদর্শক হামিদুল ইসলাম খান বলেন, ‘দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’মন্তব্য