kalerkantho

বনে টহল

বাগেরহাট প্রতিনিধি   

৫ মার্চ, ২০১৬ ০০:০০সুন্দরবনের বনজসম্পদ রক্ষায় বনসংলগ্ন বাসিন্দাদেরও যুক্ত করা হয়েছে। এখন থেকে স্থানীয় লোকজন বন বিভাগের সদস্যদের সঙ্গে যৌথভাবে টহল দেবে। বনজসম্পদ রক্ষায় স্থানীয়দের নিয়ে সুন্দরবন পূর্ব বিভাগে যৌথ টহল দেওয়ার উদ্যোগ এই প্রথম। বনসংলগ্ন বাসিন্দাদের সমন্বয়ে গঠিত এই টিমের নাম দেওয়া হয়েছে ‘কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ’। এই গ্রুপ সুন্দরবনের দস্যু দমনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদী বন বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘স্ট্রেংদেনিং রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ডলাইফ প্রটেকশন’ শীর্ষক প্রকল্পের আওতায় বনজসম্পদ রক্ষায় ৩৫ জন সদস্য নিয়ে ‘কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ’ গঠন করা হয়েছে। এ গ্রুপে চারজন নারী সদস্যও রয়েছেন।মন্তব্য