kalerkantho

সংঘর্ষে আহত

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার   

৫ মার্চ, ২০১৬ ০০:০০মৌলভীবাজারের রাজনগরের খেয়াঘাট বাজারে গত বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পথচারীসহ দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হয়। সংঘর্ষে বাজারের ১৫টিরও বেশি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষ থামাতে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার বেড়িগাঁও গ্রামের রাজমিস্ত্রি হেলাল মিয়ার বাইসাইকেল হামিদপুর গ্রামের সাবুল মিয়ার ছেলে আব্দুস শহিদ ও বেড়কুড়ি গ্রামের আলী আহমদের গায়ে লাগলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। শহিদ হেলালকে মারধর করলে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের গ্রামের মসজিদে মাইকিং করে লোকজনদের সংঘর্ষে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। পরে একপক্ষে তুলাপুর, বেড়িগাঁও, সাদাপুর, সোয়াবআলী ও অন্যপক্ষে হামিদপুর, বেড়কুড়ি ও শাহাপুর গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পথচারীসহ দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হয়। সংঘর্ষের সময় বাজারের অন্তত ১৫টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আহতদের মধ্যে চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রাজনগর থানার ওসি আব্দুল বাছেদ বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে যায়।মন্তব্য