kalerkantho


ভাতিজা কুপিয়েছে সাবেক জজকে

নেত্রকোনা প্রতিনিধি   

৪ মার্চ, ২০১৬ ০০:০০নেত্রকোনার কেন্দুয়ায় স্বেচ্ছায় অবসরে যাওয়া জেলা ও দায়রা জজ এবং মুক্তিযোদ্ধা লতিফ আহমেদ খান নান্টুকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে ভাতিজার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার জল্লী গ্রামে তাঁর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত জজকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুস্তাফিজুর রহমান জানান, তাঁর (লতিফ) হাতে ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি যেহেতু ডায়াবেটিস রোগে আক্রান্ত তাই উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন লতিফ আহমেদ বলেন, ‘আমার সঙ্গে আমার বড় ভাই লুৎফে আহমেদ খান অসীম ও সাফায়েত আহমেদ খানের পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল।মন্তব্য