kalerkantho


অগ্রণী ব্যাংকে ডাকাতির চেষ্টা গজারিয়ায়

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

৩ মার্চ, ২০১৬ ০০:০০মুন্সীগঞ্জের গজরিয়ায় অগ্রণী ব্যাংক হোসেন্দী শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে। গত মঙ্গলবার মধ্য রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ডাকাতদল ব্যাংকের ভল্ট রুমে ঢুকতে না পারায় টাকা লুট করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে হোসেন্দী বাজারের নৈশ প্রহরী অগ্রণী বাংকের প্রধান ফটকের তালা খোলা অবস্থায় দেখতে পেয়ে বাজারের লোকদের জানান। পরে মসজিদের মাইক থেকে মাইকিং করা হলে ডাকাতরা পালিয়ে যায়। এ ব্যাপারে শাখার ব্যবস্থাপক মো. আইয়ুব আলী জানান, ব্যাংক ভবনের দোতলায় জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ডাকাতদল। এ সময় তারা তিনটি তালা ভেঙে ভেতরে ঢুকলেও স্টোর রুমের তালা ভাঙতে না পারায় ভল্ট রুম পর্যন্ত যেতে পারেনি। তিনি আরো জানান, ২০১৫ সালে ব্যাংকের নৈশ প্রহরী অবসর নেওয়ার পর নতুন কেউ নিয়োগ পায়নি। এতে গত এক বছর ধরেই ব্যাংকে কোনো নৈশ প্রহরী নেই।মন্তব্য