kalerkantho


তিন দফা দাবি

ইউপি সচিবদের কর্মবিরতি

প্রিয় দেশ ডেস্ক   

১ মার্চ, ২০১৬ ০০:০০‘দশম গ্রেডের অফিসার, ইউপি সচিবের অধিকার/ইউনিয়ন পরিষদের যত সেবা, সবই করেন সচিব একা’-এ স্লোগানকে সামনে রেখে তিন দফা বাস্তবায়ন দাবিতে কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও মানববন্ধন করেছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবরা। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) এ কর্মসূচির ডাক দেয়। গতকাল সোমবার ছিল কর্মসূচির দ্বিতীয় দিন। কর্মসূচিতে বক্তারা বলেন, অবিলম্বে ইউপি সচিবদের পদবি পরিবর্তন করে দশম গ্রেড স্কেলে কর্মকর্তার মর্যাদা ও শতভাগ বেতনভাতাসহ সব সুবিধা সরকারি কোষাগার থেকে দিতে হবে। সরকার দাবি পূরণ না করলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন তাঁরা।

রাজবাড়ী : রাজবাড়ীর ৪২টি ইউনিয়নের সচিবরা সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হয়ে সারা দিন অবস্থান করেন। বক্তব্য দেন, বাপসার নেতা মো. নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, গোলাম মোস্তফা, আব্দুল গফুর, ইউনুস মোল্লা, ইব্রাহিম সরদার, তৈয়বুর রহমান প্রমুখ।

দিনাজপুর : সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ইউপি সচিবরা। বাপসার নেতা এ কে এম হাসান নুর জামান, আনিছুর রহমান, আনোয়ার সাদাত, মমতাজ উদ্দিন, রেজাউর রহমান রাজু, বিজয় কুমার অধিকারী, মোকাররম হোসেন, ওয়াহেদুল ইসলাম, মাজাহারুল ইসলাম প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

মেহেরপুর : গতকাল পূর্ণদিবস কর্মবিরতি ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান ধর্মঘট পালন করেন বাপসা মেহেরপুর জেলা শাখার সদস্যরা। বাপসার নেতা জহুরুল ইসলাম, আজিম উদ্দিন, আব্দুল কাফী, এরশাদ আলী, আব্দুর রহমান, হায়দার আলী, মতিয়ার রহমানসহ জেলার সব ইউপি সচিবরা এতে অংশ নেন।

লক্ষ্মীপুর : জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন ইউপি সচিবরা। বক্তব্য দেন বাপসার নেতা নুরুল হুদা, আবুল বাছের, মিজানুর রহমান, তসলিম উদ্দিন, অঞ্জন কুমার দাস, মিজানুর রহমান, মনোয়ার হোসেন, মো. ইউসুফ আলী প্রমুখ।

কুড়িগ্রাম : জেলা পরিষদ কার্যালয় চত্বরে ৯টি উপজেলার ৭২ ইউপির সচিবরা কর্মবিরতি পালন করেন। বক্তব্য দেন বাপসা নেতা হাসান শহীদ সোহরাওয়ার্দী, রবিউল ইসলাম, আব্দুস ছাত্তার, কাওসার আলী, শেখ আলমগীর কবির বাবলু, শফিকুর রহমান, আবুল বাসার প্রমুখ।

নীলফামারী : সকাল থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ৬০টি ইউপির সচিবরা কর্মবিরতি পালন করেন। সেখানে বাপসার নেতা রশিদুল ইসলাম, সহিদুল ইসলাম, নুর ইসলাম, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম, জহুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

নাটোর : জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাপসা জেলা শাখার ব্যানারে কর্মসূচি পালন করা হয়। বক্তব্য দেন দেন সংগঠনের নেতা আবেদ আলী, আব্দুল মালেক, মৃদুল কুমার তলাপাত্রসহ অন্যরা।

শেরপুর : শেরপুর কালেক্টরেট চত্বরে সদর উপজেলার ইউপি সচিবরা কর্মবিরতি পালন করেন।মন্তব্য