kalerkantho

অপহরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

৩ নভেম্বর, ২০১৫ ০০:০০নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার রূপসী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। অপহৃত মেয়েটি ডেমরা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। অভিযোগ সূত্রে জানা যায়, কলেজে যাওয়া আসার পথে প্রায়ই উপজেলার ভাওয়ালীয়াপাড়া এলাকার মালেকের ছেলে আল-আমিন ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত। একপর্যায়ে আল-আমিন মেয়েটিকে প্রেমের প্রস্তার দিলে সে প্রত্যাখ্যান করে। এর জের ধরে গতকাল কলেজ থেকে ফেরার পথে রূপসী বাসস্ট্যান্ড এলাকায় আল-আমিন, তার সহযোগী দোলন ও দিলবরসহ আরো দুই-তিনজন মেয়েটিকে নম্বরবিহীন একটি প্রাইভেট কারে তুলে পালিয়ে যায়।

 মন্তব্য