kalerkantho

মাছ লুট

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

৩ নভেম্বর, ২০১৫ ০০:০০নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি খামারের মাছ লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় খামারের মালিক হাবিবুর রহমান বাদল রূপগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। খামারের মালিক বাদল জানান, ক্রয় ও পৈতৃক সূত্রে তিনি পশ্চিমগাঁও এলাকার ৬১ শতাংশ জমির মালিক। তিনি ওই জমিতে মাছের খামার করেছেন। কিন্তু চনপাড়া এলাকার হাবিবুর রহমান ওহাবু ও সোলাইমান মিয়া তাঁর খামারটি জবরদখলের চেষ্টা করে। এ ঘটনায় তিনি নারায়ণগঞ্জ দ্বিতীয় যুগ্ম জজ আদালতে মামলা করলে অভিযুক্তরা লোকজন নিয়ে গতকাল সকালে খামারে আসে। এ সময় তারা মোটরের সাহায্যে পানি সেচে খামার থেকে মাছ লুট করে নিয়ে যায়।

 মন্তব্য