kalerkantho

মৌন মিছিল

জাবি প্রতিনিধি   

৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ফেনীতে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'সনাতন বিদ্যার্থী সংসদ'-এর ব্যানারে মানববন্ধন, সমাবেশ ও মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে তারা সেখান থেকে একটি মৌন মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে আবার অমর একুশের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। প্রসঙ্গত, লক্ষ্মীপূজায় আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে সম্প্রতি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়া গ্রামের জেলেপাড়ায় হামলা ও বাড়িঘরে ভাঙচুর চালায় স্থানীয় সরকারদলীয় কয়েকজন ব্যক্তি। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়। এ সময় অন্তঃসত্ত্বা এক গৃহবধূ পেটে আঘাত পেয়ে মৃত সন্তান প্রসব করেন।

 


মন্তব্য