kalerkantho


বস্তাবন্দি চালক

হবিগঞ্জ প্রতিনিধি   

৩ নভেম্বর, ২০১৫ ০০:০০হবিগঞ্জের নবীগঞ্জে গত রবিবার রাতে বস্তাবন্দি অবস্থায় সিএনজিচালিত অটোরিকশার এক চালককে উদ্ধার করেছে এলাকাবাসী। উদ্ধার হওয়া চালক মশাহিদ মিয়া উপজেলার আমুকোনা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। এলাকাবাসী জানায়, উপজেলার সুন্দরনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি নির্জন স্থানে বস্তাবন্দি অবস্থায় চালক মশাহিদ মিয়াকে পাওয়া যায়। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাঁকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

 মন্তব্য